আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত, যেকোনো সময় চালু হতে পারে

আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত, যেকোনো সময় চালু হতে পারে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আওয়ামী লীগকে সরকার কোনোভাবেই নিষিদ্ধ করেনি। এমনকি তাদের রাজনৈতিক রেজিস্ট্রেশনও বাতিল বা স্থগিত করা হয়নি। শুধু তাদের সংগঠনগত কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। তবে এটাও নয় যে দল হিসেবে তারা অবৈধ হয়ে গেছে। তারা আইনগতভাবে বৈধ রাজনৈতিক দল, কেবল নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত ও ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। তারা-ই নির্ধারণ করবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, কারণ নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক সমর্থক আছে এ দাবি তিনি স্বীকার করেন না। তবে কিছু সমর্থক যে রয়েছে তা মানতে আপত্তি নেই। তাদের সেই সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোট দেওয়ার অধিকার রাখেন, শুধু পার্থক্য হলো নির্বাচনী ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

ড. মুহাম্মদ ইউনূস কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিলেও প্রকৃত অর্থে রাজনৈতিক দলের মতো আচরণ করতে ব্যর্থ হয়েছে। তারা মানুষ হত্যা করেছে, কিন্তু তার দায় স্বীকার করেনি। বরং সবসময়ই নিজেদের কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপিয়েছে।

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের প্রয়োজনীয়তা, রোহিঙ্গা সংকটসহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলাপ হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement