জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া দিলেন আসিফ নজরুল

জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া দিলেন আসিফ নজরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫১, ১৭ অক্টোবর ২০২৫

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর আজ আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। তবে স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, “তারা উপস্থিত থাকলে অনুষ্ঠান আরও প্রার্থিত ও সমৃদ্ধ হতো।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আজকের দিনটি খুবই আনন্দদায়ক। অনেক মাস ধরে চলা আলোচনা ও মতবিনিময়ের পর আজ আমরা একটি বড় উদ্যোগ সম্পন্ন করতে পেরেছি।

বিশেষত আজ আমাদের জুলাই সনদের বিষয়বস্তু চূড়ান্তভাবে নির্ধারিত হলো। তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির ছাত্রনেতারা, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতেন।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “যেহেতু ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, তাই পরবর্তীতে তারা চাইলে স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে অংশগ্রহণ করলে অনুষ্ঠান আরও সার্থক ও পূর্ণাঙ্গ হতো।”

সংক্ষেপে, জুলাই সনদ স্বাক্ষরিত হলেও অংশগ্রহণে কিছু দলের অনুপস্থিতি নিয়ে আলোচনার অবকাশ রয়ে গেছে, যা ভবিষ্যতে পূরণ হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement