মির্জা ফখরুল: জুলাই সনদ নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

Published : ২১:০৩, ১৭ অক্টোবর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কমিশনগুলো প্রায় আট মাস ধরে পরিশ্রম করেছেন। আজকের এই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো।
আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল, জাতীয় ঐকমত্য কমিশন এবং যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব সদস্যদেরও কৃতজ্ঞতা জানাই।”
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হয়েছে। এটি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। শহীদের রক্তদান,
জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন এই যাত্রা এখন শুরু হলো। সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মাণের পথে এগোতে পারব।”
সালাহউদ্দিন আরও বলেন, “এই যাত্রার মাধ্যমে রাষ্ট্রের সব অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। আর কোনো অঙ্গ অন্য অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা হবে, ইনশাল্লাহ।”
তিনি জানান, “সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করেছে। যারা কিছু স্বাক্ষর করেননি, আশা করা যায় ভবিষ্যতে তারা স্বাক্ষর করবেন। এটি উন্মুক্ত রাখা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “সাংবিধানিকভাবে আর্টিকেল ৬৫-এর সাবসেকশন টু অনুযায়ী, প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকায় সরাসরি ভোটের মাধ্যমে ৩০০ জাতীয় সংসদ সদস্য নির্বাচন হবে, এছাড়া সংরক্ষিত নারী আসন থাকবে। কেউ বিভ্রান্তিকরভাবে দাবি করতে পারেন যে, নির্বাচন কমিশনের কাজ শুধুই নির্বাচন পরিচালনা করা – এটি সম্পূর্ণ সত্য নয়।
নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার পাশাপাশি এর প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও বাস্তবায়নেও দায়িত্বশীল। তবে প্রধান উপদেষ্টা আলাপ-আলোচনার জন্য চাইলে আমরা সেটি গ্রহণ করি।”
সালাহউদ্দিনের বক্তব্যের সারমর্ম হলো, জুলাই সনদ শুধু স্বাক্ষরিত হলো না, এটি নতুন একটি গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা এবং দেশের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠনের জন্য পথ প্রশস্ত করছে।
বিডি/এএন