জাতীয় নির্বাচনে ড্রোন নজরদারির পরিকল্পনা

জাতীয় নির্বাচনে ড্রোন নজরদারির পরিকল্পনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবহারের দিকটি আরও জোরদার করতে উদ্যোগ নিচ্ছে সরকার। এবার ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারি চালুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

পাশাপাশি নির্বাচনের দিনে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের বিষয়েও চিন্তাভাবনা চলছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সিসিটিভি স্থাপন ও ড্রোন উড়ানোর পরিকল্পনা করছি।

একইসঙ্গে মাঠের পুলিশ সদস্যদের বডি ক্যামেরা পরিধানের বিষয়েও ভাবা হচ্ছে। সবকিছু আইনগতভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবহারের এই প্রস্তাবগুলো উঠে আসে।

অন্যদিকে, পররাষ্ট্রসংশ্লিষ্ট আরেক সিদ্ধান্তের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের একটি নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নতুন এই কনস্যুলেটে যেন শুরু থেকেই পূর্ণাঙ্গ অনলাইন সার্ভিস সুবিধা থাকে, যাতে প্রবাসীরা দূতাবাসে না গিয়েও অনলাইনে সব সেবা পেতে পারেন।

সব মিলিয়ে, সরকারের এই নতুন পরিকল্পনাগুলো নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক সেবায় ডিজিটাল নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement