পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৬, ২৩ অক্টোবর ২০২৫

কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না— এমন একটি গুরুত্বপূর্ণ বিধান সংযোজন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন-২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস (BSS)।

পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নতুন এই সংশোধনী অনুযায়ী যেকোনো মামলায় আদালত কর্তৃক ‘পলাতক’ ঘোষিত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি ব্যাখ্যা করে বলেন, “আদালত যখন কাউকে হাজিরার নির্দেশ দেন, বিজ্ঞপ্তি প্রকাশ করেন, তবুও তিনি হাজির না হলে আদালত তাকে পলাতক ঘোষণা করেন। এই অবস্থায় তিনি প্রার্থী হতে পারবেন না।”

এর আগে, চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধনী আনা হয়। নতুন বিধান অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল হলে, সেই ব্যক্তি জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

নতুন এই আরপিও সংশোধনকে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement