রিশাদের বিশ্বরেকর্ড রশিদ খানকে টপকে

রিশাদের বিশ্বরেকর্ড রশিদ খানকে টপকে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৭, ২৪ অক্টোবর ২০২৫

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা আবারো ওয়ানডেতে জয়ের আনন্দে মাতোয়ারা হলেন।

এই ম্যাচে ৩টি উইকেট শিকার করেছেন রিশাদ এবং তার অসাধারণ বোলিংয়ের ফলে তিনি দুটি নতুন রেকর্ডও গড়ে দিয়েছেন।

মিরপুরের ‘স্পিন স্বর্গে’ তিন ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছেন রিশাদ। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে এই সিরিজে মোট ১২ উইকেট তুলে নিয়ে তিনি পেছনে ফেলেছেন আফগান অলরাউন্ডার রশিদ খান ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার আরাফাত সানিকে।

এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়ে দিলেন রিশাদ। আগে এই রেকর্ডটি ধরে ছিলেন রশিদ খান, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। এবার রিশাদ ১২ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন।

স্রেফ আন্তর্জাতিক রেকর্ডেই নয়, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেও নতুন অধ্যায় সৃষ্টি করেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিশাদ। আরাফাত সানি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন, এবার রিশাদ তার রেকর্ডকে টপকে গেলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাই ৬ উইকেট শিকার করে দলকে বিশাল জয় এনে দিয়েছিলেন রিশাদ। পরের ম্যাচে ৩টি উইকেট এবং সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও ৩ উইকেট শিকার করেন। তার ১২ উইকেটের এই দুর্দান্ত পারফরম্যান্সই বাংলাদেশের সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করেছে।

রিশাদের এই কীর্তি শুধু বাংলাদেশের ক্রিকেটকে নয়, ওয়ানডে ইতিহাসের পাতাতেও নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement