ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ করতোয়ার সামিউল আলীম
Published : ১২:০১, ২৬ অক্টোবর ২০২৫
ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫-এ মাল্টিমিডিয়া কনটেন্ট ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলীম।
শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হাইটস অডিটোরিয়ামে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এবারের আসরে অনুসন্ধানী সাংবাদিকতা, সেরা বিজনেস রিপোর্টিং, সেরা ফিচার/স্টোরিটেলিং, সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিমসহ মোট ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জুরি স্পেশাল অ্যাওয়ার্ডসহ মোট ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এ বছর সম্মানিত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমএফ সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি দেশের শীর্ষ মিডিয়া ব্যক্তিত্ব ও শতাধিক সাংবাদিকও অনুষ্ঠানে অংশ নেন।
পুরস্কারপ্রাপ্তরা নিজেদের অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি সাংবাদিকদের দায়িত্বশীল ও সৃজনশীল কাজে আরও অনুপ্রাণিত করবে।
বিডি/এএন

































