রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সংবাদ সংগ্রহকালে দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা হেনস্তার শিকার হয়েছেন।
তিনি নিয়মিতভাবে হাসপাতালের সামনে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে নিয়োজিত।
গত ১ ডিসেম্বর তিনি ‘এভারকেয়ারের সামনে ছবি ও সেলফি তোলার হিড়িক’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে আলোচনার সৃষ্টি করে।
এরপরপরই বিএনপি সমর্থক পরিচয় দেওয়া মো. রফিক ইসলাম তার ওপর হামলা চালান। ঘটনার সময় রফিক ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক মুসাকে অপমানজনকভাবে প্রশ্নের মাধ্যমে উত্ত্যক্ত করেন। এছাড়া সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিকদেরকেও লাইভে পরিচয় প্রকাশ করতে বাধ্য করার চেষ্টা করা হয়।
জানা গেছে, অভিযুক্ত রফিক ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম পোল মোগরা এলাকায়, তবে বর্তমানে তিনি ঢাকায় থাকেন। তিনি বিএনপির কোনো পদে না থাকলেও দলীয় সমর্থকের পরিচয় ব্যবহার করে সাংবাদিককে হেনস্তা করেছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন (এমআরএ)। সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানেই গণমাধ্যমের ওপর হামলা।
তিনি দাবী করেন, বিএনপি দ্রুত পদক্ষেপ নিক এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক। সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে।
এমআরএ এবং অন্যান্য সাংবাদিক সংগঠনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দেওয়ার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

































