মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি নব নির্বাচিত সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন
Published : ০১:৪২, ২৩ ডিসেম্বর ২০২৫
মাল্টিমিডিয়া সাংবাদিকদের অন্যতম সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)–এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্বে এসেছে নতুন প্রত্যাশা, ঐক্য ও পেশাগত অগ্রগতির বার্তা।
সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ, যা বিকেল ৫টায় শেষ হয়। দীর্ঘ প্রতীক্ষার পর রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া ইনচার্জ শাহরিয়ার নাঈম পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন মাত্র ১৭ ভোট। এই বিশাল ভোটের ব্যবধান স্পষ্ট করে দেয়, এমআরইউ সদস্যদের আস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহরিয়ার নাঈম।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট, যা তাকে সুস্পষ্ট ব্যবধানে বিজয়ী করেছে। সাংবাদিক সমাজে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা ও সহকর্মীদের পাশে থাকার মানসিকতাই তার এই সাফল্যের প্রধান ভিত্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রজুড়ে ছিল গণতান্ত্রিক চর্চার প্রাণবন্ত দৃশ্য। সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছিল ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল, অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে শাহিনুল নুর এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে বোঝা যায়, সংগঠনের ভেতরে ঐকমত্য ও পারস্পরিক আস্থার সংস্কৃতি আরও দৃঢ় হয়েছে।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন—
১নং সহসভাপতি জাকির ইসলাম,
২নং সহসভাপতি ইসলাম উদ্দিন তালুকদার,
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন,
সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা,
দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত,
প্রচার সম্পাদক ইসমাইল হোসেন,
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত,
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব,
সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ,
স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার নাঈম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,
“এই বিজয় একক কোনো ব্যক্তির নয়, এটি এমআরইউ পরিবারের সবার। মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও প্রশিক্ষণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিন বলেন,
“সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় এমআরইউ হবে আরও সক্রিয় ও শক্তিশালী।”
বিশ্লেষকদের মতে, এই নেতৃত্ব এমআরইউকে একটি আধুনিক, দক্ষ ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরিত করতে সক্ষম হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও সাংবাদিক নিরাপত্তা ইস্যুতে নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সব মিলিয়ে, এমআরইউ নির্বাচন ২০২৫ শুধু একটি নির্বাচন নয়—এটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভবিষ্যৎ পথচলার এক নতুন অধ্যায়।
বিডি/এএন






























