পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগসহ মোট ছয়টি ডিআইজি পদে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ছয়জন ডিআইজিকে নতুন নতুন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাপতুন নাসরীনকে নিয়োগ দেওয়া হয়েছে ডিআইজি হেডকোয়ার্টার্স পদে। আশিক সাঈদকে দেওয়া হয়েছে ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগের দায়িত্ব, আর সারোয়ার মুর্শেদ শামীমকে বদলি করা হয়েছে লজিস্টিকস বিভাগে।
এ ছাড়া আতিকুর রহমানকে ফিন্যান্স বিভাগের ডিআইজি এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্ট বিভাগের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






























