সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। নওয়াব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, বিশেষ অভিযানের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বিকেলে পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, চলমান অভিযানে নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
































