১. শেখ হাসিনার সঙ্গে যোগাযোগে বাধা, বন্ধ হচ্ছে দুই অ্যাপ

১. শেখ হাসিনার সঙ্গে যোগাযোগে বাধা, বন্ধ হচ্ছে দুই অ্যাপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নিষিদ্ধ অবস্থাতেও দলের সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদের মধ্যে অনেকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সভা ও বৈঠকে অংশ নিচ্ছেন।

রাজধানীর গত বুধবার অনুষ্ঠিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড়শর বেশি ব্যক্তিকে টেলিগ্রাম ও বোটিম অ্যাপে সক্রিয় দেখা গেছে, যা সরকারি বৈঠকে তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত রাতে এই দুইটি অ্যাপের ব্যবহার সীমিত করা যেতে পারে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরোপুরি বন্ধ করা হবে।

বৈঠকে জানানো হয়, সারাদেশে ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, তফসিল ঘোষণার পর তারা এসব যোগাযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এজন্য দুটি অ্যাপের ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন প্রাপ্তি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোবাইল ফোন বিশ্লেষণে দেখা গেছে, তারা শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং সভায় অংশ নিচ্ছিলেন। এ অবস্থায় জামিন প্রক্রিয়া আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৩ মাসে ‘ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত’ অভিযোগে ৪৪,৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ, অর্থাৎ ৩২,৩৭১ জন জামিন পেয়েছেন। বৈঠকে বলা হয়, স্থানীয় পর্যায়ে অনেক পাবলিক প্রসিকিউটর, আইনজীবী সমিতি এবং রাজনৈতিক নেতারা জামিন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিন প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং জেলা প্রশাসকদের সতর্ক করা হবে।

উল্লেখ্য, টেলিগ্রাম হলো একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ। অন্যদিকে, বোটিম কথোপকথন, ভিডিও কল এবং অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত হয়, যার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement