জুলাই আন্দোলনে শেখ হাসিনার কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ

জুলাই আন্দোলনে শেখ হাসিনার কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জুলাই আন্দোলন দমনকালে হাজারো ফোন কল মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।

তদন্তকারী কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনা ভারতে পালানোর পরপরই ঢাকায় ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সার্ভার থেকে তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়।

বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত ব্যবহৃত চারটি ফোন নাম্বারের মালিকানা তথ্য এবং কল রেকর্ডও সার্ভার থেকে সরিয়ে ফেলা হয়। তদন্ত কর্মকর্তা তানভীর জোহা বলেন, “লোক পাঠিয়ে সরাসরি এনটিএমসির সার্ভার থেকে এই ডেটা মুছে ফেলা হয়।” সেই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এক প্রাক্তন পরিকল্পনামন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছিল।

এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি এই কাজ সম্পন্ন করেন। তবে ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা এখনও চলছে। প্রাথমিকভাবে চারটি নাম্বার শনাক্ত করা গেছে, যেগুলো শেখ হাসিনা ব্যবহার করেছিলেন।

জুলাই আন্দোলনের সময় ঢাকায় ব্যাপক বিক্ষোভ, সহিংসতা এবং সরকারি দমন-পীড়নের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় শেখ হাসিনা নিয়মিত এই চারটি নাম্বার ব্যবহার করে নির্দেশনা দিতেন। কল রেকর্ড মুছে ফেলার উদ্দেশ্য ছিল এই নির্দেশনার প্রমাণ আড়াল করা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement