সব ধর্মের প্রতি সমান সম্মান দেখায় বিএনপি : এ্যানি

সব ধর্মের প্রতি সমান সম্মান দেখায় বিএনপি : এ্যানি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সব ধর্মকে সমান মর্যাদার দৃষ্টিতে দেখে। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, আর প্রতিটি ধর্মের প্রতি সমান সম্মান দেখানোই বিএনপির নীতি। কাউকে সম্মান জানালে অন্য কেউ ছোট হয়ে যায় না।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারী বাজারে শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় এ্যানি আরও বলেন, “দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। যেমন আমরা আমাদের ধর্মীয় উৎসব উদযাপন করি, তেমনি মারমা, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও তাদের উৎসব পালন করে থাকে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শঙ্কর মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement