নারী বিশ্বকাপে বিকল্প ভেন্যু, আলোচনায় আমিরাত

নারী বিশ্বকাপে বিকল্প ভেন্যু, আলোচনায় আমিরাত

ক্রীড়া ডেস্ক

Published : ১৬:৪৯, ১৬ আগস্ট ২০২৪

চলতি বছরের অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি। এদিকে ভারতও এই বিশ্বকাপ আয়োজন করতে চায় না বলে জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের নাম বিকল্প ভেন্যু হিসেবে উঠে এসেছে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ আয়োজনের আশা ছেড়ে দেয়নি। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি দুবাই ও আবুধাবিকে বিকল্প হিসেবে চিন্তায় রেখেছে। সেখানকার ভেন্যু ও যাবতীয় সুবিধা প্রস্তুত থাকায় বিশ্বকাপ আয়োজনে কোন সমস্যা হবে না।

আগামী ২০ আগস্ট এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। এর আগে বাংলাদেশ পরিস্থিতির উপর কড়া নজর থাকবে তাদের।

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিসিবির এক কর্মকর্তা আইসিসির কাছে আরো কটা দিন সময় চাওয়ার কথা জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই ৫ দিন সময় দেওয়া হয়েছে। না হলে ১৫ আগস্টেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতো।

ক্ষমতার পালাবদল কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশে চলছে চরম অস্থিরতা। গত ৫ আগস্টের পর থেকে সহিংসতা, হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। সরকার পতনকে কেন্দ্র করে থানা ও পুলিশের উপর হামলায় পুলিশি ব্যবস্থা ধসে পড়েছে। বহু পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুলিশ বিভাগ কর্মবিরতি পালন করে কয়েকদিন। পুলিশ কাজে ফিরলেও বেশিরভাগ থানার অবকাঠামো এখনো বিধ্বস্ত।

নিরাপত্তা সংকটের মাঝে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিসিবি বোর্ডের টানাপোড়ন চরমে। সভাপতিসহ পরিচালকদের বেশিরভাগই আওয়ামী লীগ ঘনিষ্ঠ। তাদের সঙ্গে কাজ করতে চাইছে না বর্তমান সরকার।

অপরদিকে বিসিবিতে সরকারি হস্তক্ষেপ করার নিয়মও নেই। এই অবস্থায় বিসিবি সভাপতি ও পরিচালকরা নিজে থেকে সরে যাওয়ার আভাস মিলছে। তারা একযুগে পদ ছাড়লে সম্পূর্ণ নতুন অন্তর্বর্তী বোর্ড তৈরি হবে। সেক্ষেত্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হবে শঙ্কা।

আগামী ৩ থেকে ২০ অক্টোবর সিলেট ও ঢাকা মিলিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। তবে তাতে এখন অনিশ্চয়তার মেঘ জমেছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement