গ্রুপ অব ডেথের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

Published : ১১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের চলতি আসরে শনিবারের ম্যাচটি ইতোমধ্যেই হয়ে উঠেছে ‘গ্রুপ অব ডেথ’-এর সবচেয়ে বড় লড়াই। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই চেনা প্রতিপক্ষ এমন এক ম্যাচে মুখোমুখি হচ্ছে, যেখানে হারের মানেই সুপার ফোরের পথে জটিল সমীকরণ।
প্রথম ম্যাচে বাংলাদেশ দাপট দেখিয়েছে। আবুধাবিতে হংকংকে সহজেই হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। শুরুতে পেসারদের আগ্রাসন, রিশাদ হোসেনের ঘূর্ণি, ওপেনারদের সুশৃঙ্খল ব্যাটিং। সব মিলিয়ে টাইগাররা পেয়েছে পূর্ণাঙ্গ এক জয়। যদিও হংকংয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ব্যবধান আরও আগেই নিশ্চিত হওয়ার কথা ছিল, তবুও এই জয় শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, ভেন্যুর কন্ডিশন নিয়েও বাংলাদেশকে এগিয়ে দিয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কা এখনো ছন্দ ফিরে পায়নি। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রত্যাবর্তন তাদের শক্তি বাড়ালেও ব্যাটিং লাইনআপ রয়ে গেছে প্রশ্নবিদ্ধ। মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট হওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও পরিসংখ্যান বলছে সমতায় , গত এক দশকে দুই দলের মধ্যে ১৬ ম্যাচে সমান আটটি জয় রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী বাংলাদেশ। জুলাইয়ে লঙ্কান মাটিতে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে, আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারিয়েছে করুনারত্নের দলকে।
বাংলাদেশের প্রধান ভরসা রিশাদ হোসেন। শেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ৩ ম্যাচে মাত্র ৫.৪৭ ইকোনমি রেটে বল করেছিলেন। পেস আক্রমণেও রয়েছে ধারাবাহিক উইকেট শিকারিরা।
ফল যাই হোক, ম্যাচটি হবে লড়াইয়ে ভরপুর। তবে সাম্প্রতিক ফর্ম, প্রস্তুতি আর আত্মবিশ্বাসের বিচারে বাংলাদেশই এগিয়ে থেকে মাঠে নামছে।
ফর্ম গাইড (শেষ পাঁচ ম্যাচ):
বাংলাদেশ – জয় জয় জয় হার জয়
শ্রীলঙ্কা – জয় হার জয় হার হার
BD/AN