চাপ সামলাতে না পারাই হারের কারণ : রশিদ খান

চাপ সামলাতে না পারাই হারের কারণ : রশিদ খান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের গ্রুপ ‘বি’-তে রোমাঞ্চকর এক ম্যাচে আফগানিস্তানকে মাত্র ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় পেলেও রশিদ খানের নেতৃত্বাধীন দল এবার হোঁচট খেল টাইগারদের বিপক্ষে। তবে এই হারের মূল কারণ হিসেবে নিজের উইকেটকে দায়ী করেছেন আফগান অধিনায়ক।

মঙ্গলবার আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ১৫৪ রান। দলের ইনিংসের ভিত্তি গড়ে দেন ওপেনার তানজিদ হাসান। তিনি ঝোড়ো অর্ধশতক হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। অন্যদিকে সাইফ হাসান যোগ করেন ৩০ রান এবং মিডল অর্ডারে তাওহিদ হৃদয় খেলেন কার্যকরী ২৬ রানের ইনিংস। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমদ দুটি করে উইকেট দখল করেন। আজমতুল্লাহ ওমরজাইও তুলে নেন একটি উইকেট।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ব্যাটাররা লড়াই করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পুরো ২০ ওভার খেলেও দলটি করতে সক্ষম হয় ১৪৬ রান। ফলে বাংলাদেশ ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। শেষ দুই ওভারে আফগানদের প্রয়োজন ছিল ২৭ রান। উইকেটে ছিলেন রশিদ খান, যিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখতেন।

১৯তম ওভারের প্রথম বলেই মুস্তাফিজুর রহমানকে বাউন্ডারি মেরে আফগান শিবিরে আশা জাগান রশিদ। কিন্তু পরের বলেই তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১১ বলে করেন ২০ রান। ওই একই ওভারের পরের বলে বিদায় নেন আল্লাহ গজানফরও। শেষ দিকে নূর আহমদ ৯ বলে ১৪ রান করলেও ব্যবধান মেটানোর জন্য তা যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে হতাশ রশিদ খান বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে ছিলাম। আমি আউট না হওয়া পর্যন্ত ম্যাচ হাতের মধ্যে ছিল। ওই পরিস্থিতিতে ১৫ বলে ৩০ রান করা সম্ভব ছিল, কিন্তু আমরা চাপ সামলাতে পারিনি। ভুল শট খেলার খেসারত দিতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বোলিং ইউনিট অসাধারণ কাজ করেছে। প্রথম ১০ ওভারে বাংলাদেশ ৯০ রান তুললেও আমরা তাদের ১৬০-এর নিচে আটকে রাখতে পেরেছি। তবে অপ্রয়োজনীয় কিছু শট খেলায় ব্যাটাররা সুযোগ হাতছাড়া করেছে।”

আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ওঠার লড়াইয়ে নামবে আফগানিস্তান। সেই ম্যাচকে সামনে রেখে রশিদ খান সতর্ক করে বলেন, “পরবর্তী ম্যাচ আমাদের জন্য বড় পরীক্ষা। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement