টাইগারদের জটিল সমীকরণ: লঙ্কান হারেও টিকে আছে আশা

টাইগারদের জটিল সমীকরণ: লঙ্কান হারেও টিকে আছে আশা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

হংকংকে হারিয়ে এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খায় টাইগাররা। যদিও গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এখনো সুপার ফোরের লড়াইয়ে টিকে আছে সাকিব আল হাসানের দল। তবে তাদের ভাগ্য এখন নির্ভর করছে লঙ্কানদের হাতে।

‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই সুপার ফোরে জায়গা প্রায় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে না হারলেই তাদের সুপার ফোরের টিকিট পাকা হয়ে যাবে। লঙ্কানদের বর্তমান রান রেট ১.৫৪৬।

বাংলাদেশ তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে। তবুও নিশ্চিত নয় তাদের পরবর্তী রাউন্ডে খেলা। কারণ, লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হেরে টাইগারদের রান রেট নেমে গেছে -০.২৭০ এ। আফগানদের হারিয়ে কিছুটা আশা বাঁচালেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে লঙ্কানদের পারফরম্যান্সের ওপর। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাতে পারে, তাহলেই সুপার ফোরে জায়গা হবে বাংলাদেশের।

অন্যদিকে আফগানিস্তানের সামনে সহজ সমীকরণ শ্রীলঙ্কাকে যে কোনো ব্যবধানে হারালেই নিশ্চিত হবে তাদের সুপার ফোর। হংকংকে ৯৪ রানে হারিয়ে রশিদ খানের দল নিজেদের রান রেট আগেই বাড়িয়ে নিয়েছে। বাংলাদেশের বিপক্ষে হারলেও রান রেটে এগিয়ে আছে তারা।

অর্থাৎ বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক অদ্ভুত হিসাবের মাধ্যমেও সুযোগ আছে টাইগারদের। যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৫০ রান তোলে এবং আফগানিস্তান মাত্র ১১.৪ ওভারে সেই রান তুলে ফেলে, তবে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোরে যাবে।

আবার আফগানিস্তান যদি আগে ব্যাট করে ১৫০ রান তোলে এবং জবাবে শ্রীলঙ্কা ৮৪ রানে অলআউট হয়, তাহলেও বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে।

সবকিছুর মীমাংসা হবে আজ রাত সাড়ে আটটায়, যখন মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টাইগার সমর্থকেরা তাই অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন এই ম্যাচের ফলাফলের দিকে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement