কোন সমীকরণে টিকে থাকবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন

Published : ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল দুর্দান্ত এক জয়ে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা, ফলে সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে পড়ে।
কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর আবারও আলো জ্বালিয়েছে আশার প্রদীপ। এখন আর সব কিছু নিজেদের হাতে নেই, ভাগ্য নির্ভর করছে জটিল সমীকরণের ওপর। তাই দেখা যাক, কোন পরিস্থিতিতে সেরা চারে জায়গা করে নিতে পারে টাইগাররা।
বাংলাদেশের গ্রুপে এখনো বাকি রয়েছে মাত্র একটি ম্যাচ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে বাংলাদেশের সুপার ফোর ভাগ্য। সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কা যদি জেতে বা ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই বাংলাদেশ চলে যাবে পরবর্তী রাউন্ডে।
কিন্তু যদি আফগানিস্তান জয় পায়, তখন সামনে আসবে নেট রান রেটের (NRR) জটিল অঙ্ক। বর্তমানে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্টও ৪, তবে নেট রান রেটে তারা অনেক এগিয়ে। শ্রীলঙ্কার NRR হলো +১.৫৪৬, যেখানে বাংলাদেশের NRR -০.২৭০। অন্যদিকে আফগানিস্তানও বেশ শক্ত অবস্থানে আছে, তাদের NRR +২.১৫০।
এ অবস্থায় আফগানরা যদি জেতে, তবে বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে নির্ভর করতে হবে আফগানদের জয়ের ব্যবধানের ওপর। শর্ত হলো
আফগানিস্তান আগে ব্যাট করলে, তাদের কমপক্ষে ৬৫ রানের ব্যবধানে জিততে হবে।
আর যদি পরে ব্যাট করে, তবে ৫০ বল হাতে রেখেই ম্যাচ শেষ করতে হবে।
শুধুমাত্র এই দুই অবস্থাতেই আফগানিস্তান নেট রান রেটে এগিয়ে যাবে, আর বাংলাদেশ বিদায় নেবে। তবে এর বাইরে শ্রীলঙ্কার জয় বা ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ নিশ্চিতভাবেই জায়গা করে নেবে সুপার ফোরে।
এক কথায়, বাংলাদেশ সমর্থকদের চোখ এখন শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে।
BD/AN