বিসিবি নির্বাচন বয়কটের পথে ১৫ ক্লাব

বিসিবি নির্বাচন বয়কটের পথে ১৫ ক্লাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন। আগামীকাল (বুধবার) এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

ঠিক তার আগমুহূর্তেই হঠাৎ করেই প্রায় ১৫টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এক ক্লাবের পরিচালক পদপ্রার্থী।

তিনি জানিয়েছেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে প্রায় ১৫টি ক্লাবের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকালই এসব প্রার্থীরা মনোনয়নপত্র তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। এর আগে আজ (মঙ্গলবার) রাতেই ক্লাবগুলোর প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আগামীকাল শুধু মনোনয়ন প্রত্যাহারই নয়, প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকাও। এর আগে আদালতের এক নির্দেশনায় তৃতীয় বিভাগ বাছাইয়ের ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ, ওই ক্লাবগুলোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান। সাবেক সভাপতি ফারুক আহমেদ এ সংক্রান্ত রিট আবেদন করেছিলেন।

এখন আসছে ৬ অক্টোবরের বিসিবি নির্বাচন। যেখানে ওই ১৫টি ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারবেন না এবং তাদের প্রার্থিতা কার্যত বাতিল হয়ে গেছে। বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া এক প্রার্থী বলেন, ‘১৫টি ক্লাব নিয়ে এমন নাটক কারও কাম্য নয়। শুরুতে বোর্ডে তোলা হয়েছিল সভাপতির বিষয়, পরে ইসি কাউন্সিলরশিপ নিয়েও টানাটানি হলো। শেষমেশ তা অনুমোদন পেলেও এখন আবার রিটের মাধ্যমে বাধা দেওয়া হলো। অথচ এরই মধ্যে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের বাকি মাত্র একদিন।’

তিনি আরও বলেন, ‘সবমিলিয়ে আগামীকাল অনেক প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন। আর আজ রাতেই আমাদের একটি জরুরি সভা রয়েছে। সেখানে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement