তামিম: নির্বাচন কোন দিকে যাচ্ছে, তা পরিষ্কার

তামিম: নির্বাচন কোন দিকে যাচ্ছে, তা পরিষ্কার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৭, ১ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচনের আগে কয়েকদিন ধরে চলা সমঝোতা প্রক্রিয়া আগের রাতে ভেস্তে যাওয়ায় তামিম এই সিদ্ধান্ত নেন।

মনোনয়ন প্রত্যাহারের পর বিসিবিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তামিম বলেন, “আপনারা জানেন, আজ আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি এবং আরও প্রায় ১৪-১৫ জন একই সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যাহারের কারণ খুবই স্পষ্ট। বিষয়টি খুব বিশদভাবে ব্যাখ্যা করার কিছু নেই।”

৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। তবে তামিম নিজেই এটিকে নির্বাচন হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, “আমি শুরু থেকেই বলেছি, নির্বাচন কোন দিকে যাচ্ছে, কীভাবে হচ্ছে তা সবাই এখন পরিষ্কারভাবে দেখছেন। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটি আসলে নির্বাচন নয়, এবং ক্রিকেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেন, “ইসি যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে, তখন দেখবেন যারা সরে গেছেন তারা সবাই হেভিওয়েট প্রার্থী। এটি আমাদের প্রতিবাদ যে আমরা এই নোংরামির অংশ হতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট প্রেমিরা এ ধরনের পরিস্থিতি ডিজার্ভ করেন না।”

তিনি আরও জানান, আরও অনেকে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তাদেরকে নির্বাচনে রাখা হয়। তামিম বলেন, “আমি বলতে চাই, এখানে আরও অনেকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আটকানো হয়েছে। তবে আমরা যদি ১৫ জনই সরে যাই, তা হলে সংখ্যাটা অনেক বড়। ৫০% প্রার্থী সরে যাচ্ছেন। একদিন এই বিষয়ে বিস্তারিত বলব।”

শেষে তামিম মন্তব্য করেন, “এই নির্বাচন বিসিবির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। যারা এখন বিসিবিতে রয়েছেন, তারা হয়তো জিততে পারেন, তবে এটি আসলে নির্বাচন নয়। যা ঘটেছে, আমি একটাই বলতে চাই—ক্রিকেট হেরে গেছে। যাঁরা ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে বলেন, তাদের বলব আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। এটি বিসিবির ইতিহাসে কালো দাগ হিসেবে থাকবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement