ইতালির ফুটবলের গৌরবময় ইতিহাসের সাক্ষী সান সিরো স্টেডিয়ামের বিদায় ঘণ্টা বেজে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে মিলানের সিটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ভেঙে ফেলা হবে এই ঐতিহাসিক মাঠটি।
প্রায় ১৯৭ মিলিয়ন ইউরো মূল্যে এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করে দেওয়া হবে স্টেডিয়াম ও আশপাশের জমি। তবে নতুন স্টেডিয়াম তৈরি শেষ না হওয়া পর্যন্ত এখানেই খেলা চলবে বলে জানানো হয়েছে।
১৯২৬ সালে যাত্রা শুরু করা সান সিরো ১৯৯০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন রূপ পেয়েছিল। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ন্যাশনস লিগ—অগণিত স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। শুধু ফুটবল নয়, কনসার্টসহ নানা আয়োজনও হয়েছে এখানে। ভক্তদের আবেগ আর রাজনীতিবিদদের আপত্তি থাকায় ২০১৯ সাল থেকে ভাঙার সিদ্ধান্তে বহুবার জটিলতা তৈরি হয়েছিল। শেষমেশ এবার সেই বাধা কাটিয়ে এগোলো কর্তৃপক্ষ।
দুই ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান যুগ যুগ ধরে যৌথভাবে ব্যবহার করছে সান সিরো। একাধিকবার সংস্কার হলেও আধুনিক স্টেডিয়ামের মতো সুযোগ-সুবিধা নেই এখানে। আয়ও তুলনামূলক কম। তাই দীর্ঘদিন ধরেই নতুন এক আধুনিক স্টেডিয়ামের দাবি জানিয়ে আসছিল দুই ক্লাব। তাদের পরিকল্পনা—শুধু ফুটবল মাঠ নয়, পাশাপাশি বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্সও গড়ে তোলা।
এই বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, সান সিরোর পাশে গড়ে উঠবে ৭১ হাজার ৫০০ আসনের আধুনিক স্টেডিয়াম। ইতোমধ্যে নকশাও চূড়ান্ত করা হয়েছে। ২০৩২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ সেখানে আয়োজন করতে চায় কর্তৃপক্ষ।
তবে আপাতত সান সিরো ভাঙা হবে না। আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হবে এই ঐতিহাসিক ভেন্যুতেই। নতুন স্টেডিয়াম তৈরির কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই অনুষ্ঠিত হবে খেলাধুলার আয়োজন। পরে ভাঙা হলেও কিছু অংশ ঐতিহ্যের স্মারক হিসেবে রেখে দেওয়া হবে।