সমালোচনার মধ্যেও কানাডায় খেলবেন সাকিব

সমালোচনার মধ্যেও কানাডায় খেলবেন সাকিব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৮, ১ অক্টোবর ২০২৫

বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমের শিরোনামে আছেন সাকিব আল হাসান। সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। তবে সমালোচনার মাঝেই কানাডা থেকে এসেছে সাকিবের জন্য এক সুখবর।

কানাডার জনপ্রিয় টুর্নামেন্ট সুপার সিক্সটি-তে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি আইকন ক্রিকেটার হিসেবে।

সাকিবের পাশাপাশি টাইগার্সের জার্সিতে মাঠে নামবেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা। এদের মধ্যে রয়েছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাই। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজাও এই আসরে অংশ নিচ্ছেন।

আগামী ৮ অক্টোবর শুরু হবে সুপার সিক্সটি টুর্নামেন্ট। ১০ ওভারের এই প্রতিযোগিতা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড:
সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement