এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে লিটন দাসের যাত্রা আগেই শেষ হয়েছিল। এরপর ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজেও আজ (বৃহস্পতিবার) তিনি মাঠে থাকতে পারছেন না।
Consequently, লিটন দাস বাংলাদেশ দলকে আরব আমিরাতে রেখে দেশে ফিরে এসেছেন। ঢাকায় ফেরা সময়ে তিনি এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারার হতাশা প্রকাশ করেছেন।
গত বুধবার রাতে বিমানবন্দর হয়ে দেশে ফেরার পর লিটন বলেন, ‘শেষ দুই ম্যাচে থাকতে পারলে অবশ্যই ভালো হতো। এশিয়া কাপের বড় ম্যাচগুলো, বিশেষ করে ভারত-পাকিস্তান, ছোট থেকেই দেখেছি। এই মঞ্চে খেলতে পারিনি, খেলতে পারলে আনন্দই অন্যরকম হতো।’
ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘সমস্যা কিছু নয়। নির্দিষ্ট দিনে যেকোনো দল খারাপ ক্রিকেট খেলতে পারে। আমরা এশিয়া কাপের প্রথম ৩-৪ ম্যাচে ভালো খেলেছি। ভারতের বিরুদ্ধে খেলা চলাকালীন স্পিন কোয়ালিটি ভালো ছিল, কিন্তু মানিয়ে নিতে পারিনি। পাকিস্তানের সঙ্গে লক্ষ্য ছিল চেজ করা, কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি। ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।’
নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে লিটন বলেন, ‘আমরা ক্রিকেটে কোনো ধারাবাহিক ধারণা নেই। বড় মঞ্চে যেকোনো পারফরম্যান্স আলাদা শক্তি যোগ করে। এখন রিকভারি করা জরুরি। সামনে যে সিরিজ খেলব, তা চ্যালেঞ্জিং হবে।’
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে পরিবর্তন আনার বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘বড় মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড় থাকা দরকার। একজন প্লেয়ার নিয়মিত বড় মঞ্চে খেললে ডেলিভারি দেওয়াটা সহজ হয়। চেষ্টা থাকবে সিনিয়র প্লেয়াররা দলে থাকুক। অবশ্য, নতুনদেরও সুযোগ থাকবে, কিন্তু বড় মঞ্চে অভিজ্ঞদের থাকার গুরুত্ব অপরিসীম।’
এশিয়া কাপে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় লিটন আগে ফেসবুকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারও তিনি বলেন, ‘আমরা সবসময় হাসি ফোটাতে পারিনি, তবে চেষ্টার কোনো অভাব ছিল না। আমরা চেষ্টা করেছি, কষ্ট করেছি। আশা করি, সামনে তা পূরণ করতে পারব।’