ইউরোপিয়ান ফুটবলের বহুল আলোচিত সুপার লিগ প্রকল্প আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
কাতালান গণমাধ্যম RAC1 জানিয়েছে, চার বছরের বেশি সময় ধরে ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে একযোগে লড়াই করে আসা বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবার প্রকল্প থেকে সরে আসার কথা ভাবছেন। এর ফলে, রিয়াল মাদ্রিদ একাই বাকি থাকতে পারে ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টকে কেন্দ্র করে এই বিতর্কিত উদ্যোগে।
সম্প্রতি মন্টজুইকে অনুষ্ঠিত বার্সেলোনা–পিএসজি ম্যাচের সময় লাপোর্তার হাসিমুখে আলাপচারিতা ধরা পড়ে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ও পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে। ছবিটি মাদ্রিদে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে বিষয়টি শুধু এটুকুই সীমাবদ্ধ নয়—গত কয়েক মাসে বার্সা ও উয়েফার মধ্যে আলোচনার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা পুনর্মিলনের সম্ভাবনাকে আরও জোরদার করছে।
RAC1 জানায়, বার্সেলোনা এখন গম্ভীরভাবে ভাবছে সুপার লিগ ত্যাগ করে পুনরায় ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে ফেরার বিষয়ে। কাতালান ক্লাবটির বিশ্বাস, উয়েফা তাদের অনেক দাবিই বিবেচনায় নিয়েছে—যেগুলো ২০২১ সালে বিদ্রোহের কারণ হয়েছিল। ফলে এখন মুখোমুখি সংঘাতের পরিবেশ নেই, বরং সহযোগিতার মাধ্যমে সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এখনও দৃঢ়ভাবে সুপার লিগের পক্ষে অবস্থান করছে। পেরেজের কাছে এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং ইউরোপীয় ফুটবলকে নতুনভাবে সাজানোর একটি কৌশলগত উদ্যোগ। যদিও আইনি বৈধতা রয়েছে, বার্সেলোনার সমর্থন আগের মতো শক্ত নেই—এটি প্রকল্পের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলেছে।
বার্সেলোনার এই পিছু হটার সম্ভাবনা মানে, সুপার লিগ এখন মূলত রিয়াল মাদ্রিদের একক লড়াইয়ে পরিণত হচ্ছে। এবং ইউরোপিয়ান ফুটবলের ক্ষমতার অঙ্গনে এই বিতর্কিত লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, সেটাই এখন প্রধান প্রশ্ন।