নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন মারুফা আক্তার

Published : ১৩:৫৬, ১০ অক্টোবর ২০২৫
১২ বছর পর বিশ্বকাপে ফিরেই আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই দেখিয়েছে।
তবে শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। ইংল্যান্ড ম্যাচের মাঝপথে পেসার মারুফা আক্তারের ইনজুরি দলের জন্য বড় ধাক্কা হিসেবে ধরা পড়ে।
তবে আশার খবর, মারুফার ইনজুরি শঙ্কা কাটিয়ে ওঠেছে। শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেয়ার পর মারুফা মাংসপেশির অস্বস্তিতে পড়ায় মাঠ ছাড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র ক্রিকবাজকে জানিয়েছেন, আগামীকাল ম্যাচে মারুফা পুরোপুরি ফিট এবং বোলিংয়ে কোনো সমস্যা নেই। ইংল্যান্ড ম্যাচের শেষের দিকে তিনি ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি।
অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার বলেন, ইংল্যান্ডের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়েছি। এখন মনোযোগ নিউজিল্যান্ড ম্যাচে। ব্যাট-বোলের মাধ্যমে দলগত পারফরম্যান্সই আমাদের লক্ষ্য। নাহিদা আরও যোগ করেন, বোলিং ইউনিট ভালো খেলেছে, ব্যাটাররাও চেষ্টা করছে। যদি আরও দু’একজন ভালো করতে পারে, তাহলে স্কোর আরও লড়াইযোগ্য হবে।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন মারুফা। তার ইনসুইং ও ধারাবাহিক লাইন-লেংথ বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু। ইংল্যান্ডের বিপক্ষে তার বলের গতি ও নিয়ন্ত্রণ আগের মতো কার্যকর ছিল।
২০ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল পেসারকে ফিট অবস্থায় মাঠে পেতে মুখিয়ে আছে পুরো বাংলাদেশ নারী দল।
বিডি/এএন