নাইম শেখ: যারা ক্রিকেট খেলে, তাদের এত চাপ কিসের

নাইম শেখ: যারা ক্রিকেট খেলে, তাদের এত চাপ কিসের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২১, ১১ অক্টোবর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের শুরু হলো হারের সঙ্গে। সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরে টাইগারদের সামনে বাকি দুই ম্যাচে জিততে হবে অপরিহার্য। এই পরিস্থিতিতেই দলে যোগ দিচ্ছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।

ভিসা জটিলতার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি নাইম। দেশ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, “আরে ভাই, যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের! জয়ের আশা নিয়েই থাকতে হবে। আমাদের লক্ষ্য সবসময়ই জয়।”

প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ২২১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ ছাড়া কেউই উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। আফগানিস্তান নির্ধারিত লক্ষ্য পূরণ করে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করেছে।

নাইম বলেন, “ভালো উদ্দেশ্যে দলে যাচ্ছি। শেষ ওয়ানডে সিরিজেও ছিলাম। ভিসার জটিলতার কারণে প্রথম ম্যাচ মিস করেছি, তবে এখন দলে ফিরতে পারছি। এটা অবশ্যই ভালো লাগছে।”

প্রথম ম্যাচে নাইমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে সাইফ মাত্র ২৬ রানে আউট হন। নাইম দলে ফিরলে তার জায়গা থেকে সাইফ বাদ পড়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে আছেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

উল্লেখ্য, এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। ওয়ানডে স্কোয়াডে সেই দলের বেশিরভাগ ক্রিকেটার রয়েছেন। নতুনভাবে দলে যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভির ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement