ভিনি-রদ্রিগো-এস্তেভাওর তাণ্ডবে ব্রাজিলের ৫–০ জয়

ভিনি-রদ্রিগো-এস্তেভাওর তাণ্ডবে ব্রাজিলের ৫–০ জয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৩, ১০ অক্টোবর ২০২৫

দক্ষিণ কোরিয়া ০ : ৫ ব্রাজিল

এক ম্যাচ দেখে পুরো ছবি আঁকা কঠিন, কিন্তু আজ ব্রাজিলের পারফরম্যান্স যেন অনেক দিনের খরার পর ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো উজ্জ্বল। কৌশল, নান্দনিকতা ও ফলের দারুণ মিশ্রণে ব্রাজিলের ফুটবল আজ সত্যিই মনভোলানো ছিল।

গত সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে হারের পর নিজেদের ইতিহাসের সবচেয়ে খারাপ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছিল সেলেসাওরা। সেই সময় অনেকেই আলোচনা করেছিল, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের দুর্দশা কতটা গভীর। কিন্তু আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে যেন সব বাজে সময় পেছনে ফেলে নতুন সূর্যোদয়ের ইঙ্গিত দেখাল তারা।

সিউল ওয়াল্ডকাপ স্টেডিয়ামে শুক্রবার বিকেলে ছন্দ, গতি ও নান্দনিকতার মিলনে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। রদ্রিগো ও এস্তেভাও করেছেন জোড়া গোল, আর একটি গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শুধু গোল নয়, পুরো ম্যাচ জুড়ে তাদের ফুটবল ছিল চোখ ধাঁধানো।

শুরু থেকেই ব্রাজিল দাপট দেখিয়েছে। ডিফেন্স থেকে আক্রমণ, মাঝমাঠ নিয়ন্ত্রণ—সবই গোছানো। খেলোয়াড়দের বোঝাপড়া, নিখুঁত পাসিং ও ছন্দ দর্শকদের মুগ্ধ করেছে। মাত্র ১৩ মিনিটের মধ্যেই ব্রুনো গিমারেসের পাস থেকে চেলসি তারকা এস্তেভাও গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।

এরপরও ব্রাজিল আরও ক্ষুরধার হয়। ১৭ মিনিটে কাসেমিরোর হেড গোল অফসাইডে বাতিল হলেও, ৪০ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে রদ্রিগোর মাধ্যমে কাসেমিরো দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পরও একই ছন্দে খেলা চালিয়ে ৪৭ মিনিটে এস্তেভাও দ্বিতীয় গোল করে ৩–০ করেন। পরবর্তীতে রদ্রিগো ও ভিনিসিয়ুস দলের শেষ দুটি গোল সম্পন্ন করেন, যা নিশ্চিত করে ৫–০ ব্যবধান।

দক্ষিণ কোরিয়ার ডিফেন্স এবং আক্রমণ কোনওভাবে ব্রাজিলের গতি ও ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেনি। এই পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্যও এখন থেকেই দর্শকদের প্রত্যাশা শীর্ষে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement