বিশ্বকাপ দলে জায়গা পেলেন ঢাবি ছাত্রদল নেতা

বিশ্বকাপ দলে জায়গা পেলেন ঢাবি ছাত্রদল নেতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৩, ১১ অক্টোবর ২০২৫

আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপের জমজমাট আসর। এ টুর্নামেন্টকে সামনে রেখে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই দলে বিশেষ নজর কেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. শহীদুর রহমান সাজু।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাজুর নির্বাচনের খবরটি জানানো হয়। জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাজুর এই সাফল্যে সহপাঠী, সহকর্মী ও রাজনৈতিক সংগঠনের সহযোদ্ধাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে দেশকে আরও গৌরবান্বিত করার আহ্বান জানিয়েছেন। হকি অঙ্গনও আশা করছে, তরুণ এই খেলোয়াড় বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে উজ্জ্বল করবেন বাংলাদেশের নাম।

তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি ওমানে খেলা দলের ছয় সদস্যের। বাদ পড়েছেন গোলরক্ষক নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম।

বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপের ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন —
মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, তরুণদের নিয়ে গড়া এই দল ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। প্রস্তুতি ক্যাম্পে তাদের পারফরম্যান্স দেখে কোচিং স্টাফরাও সন্তুষ্ট। এখন সবার চোখ তামিলনাড়ুর মাঠে, যেখানে বাংলাদেশের যুব হকি দল দেখাবে নতুন সম্ভাবনার ঝলক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement