সৈকতে মাহিকার সঙ্গে হার্দিকের অন্তরঙ্গ ছবি ভাইরাল

সৈকতে মাহিকার সঙ্গে হার্দিকের অন্তরঙ্গ ছবি ভাইরাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৩, ১১ অক্টোবর ২০২৫

নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন এবার সত্যি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

শুক্রবার মডেল মাহিকা শর্মার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হার্দিককে। এরপরই সমুদ্রসৈকতে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন আলোচনা। ভক্ত ও নেটিজেনরা ধারণা করছেন, মাহিকার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে আনলেন হার্দিক। এদিকে, প্রাক্তন স্ত্রী নাতাশার একটি 'ইঙ্গিতপূর্ণ' পোস্টও ফের চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এক সময় হার্দিকের অনুরাগীরা নাতাশাকে সম্পর্কের বিচ্ছেদের জন্য দায়ী করেছিলেন, অভিযোগ করতেন তিনি প্রতারণা করেছেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। অনেকেই নাতাশার পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগাচ্ছেন, কারণ হার্দিক নতুন সম্পর্ক নিয়ে ব্যস্ত, আর নাতাশা একা মা হিসেবে সন্তানদের দায়িত্ব পালন করছেন।

হার্দিকের নতুন ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নাতাশা তার দৈনন্দিন জীবনের ছবি পোস্ট করেন। পোস্টে কোনো ক্যাপশন ব্যবহার করেননি, শুধু একটি সাদা হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন। পাশাপাশি ‘হ্যানা মন্টানা’-এর জনপ্রিয় গান ‘অর্ডিনারি গার্ল’ শোনানো হয়েছে।

নেটিজেনদের ধারণা, নাতাশা নিজেকে ‘সাধারণ মেয়ে’ হিসাবেই ইঙ্গিত দিয়েছেন। বিচ্ছেদের পর হার্দিকের বিষয়ে একবার মন্তব্য করেছিলেন নাতাশা, তখন তিনি হার্দিককে ‘খুব আত্মকেন্দ্রিক’ হিসেবে উল্লেখ করেছিলেন।

সারসংক্ষেপে, হার্দিক ও মাহিকার সম্পর্ক প্রকাশ্যে আসার পর নাতাশার প্রতিক্রিয়া ইঙ্গিত দেয়, তিনি এখন নিজের জীবন এবং দায়িত্বের সঙ্গে ব্যস্ত, নিজের পরিচয় অটুট রেখেছেন, এবং সামাজিক মিডিয়ায় নিজের শান্ত প্রতিচ্ছবি দেখিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement