হংকংয়ের কাছে হারের পর কাবরেরা ইস্যুতে নীরব বাফুফে সভাপতি

Published : ১৭:০৩, ১০ অক্টোবর ২০২৫
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে নাটকীয় এক ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ৩-৪ ব্যবধানে পরাজিত হয় হামজা চৌধুরী, শমিত সোম ও মোরসালিনরা।
এই পরাজয়ের পর ফের সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তার ম্যাচ পরিকল্পনা, খেলোয়াড় বাছাই ও কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবল বিশ্লেষক ও ভক্তরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। কোচ কাবরেরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এক সাংবাদিক জানতে চান, “এই হারের পরও কি হাভিয়ের কাবরেরাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে রাখা হবে?” উত্তরে তাবিথ বলেন, “এখন এসব নিয়ে মন্তব্য করার সময় নয়। ম্যাচটা মাত্রই শেষ হয়েছে। ম্যাচ–পরবর্তী ব্রিফিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।”
যদিও ফল অনুকূলে না এলেও দলের পারফরম্যান্সে পরিবর্তন এসেছে বলে মনে করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, “আমি দর্শকের চোখে দেখি—একটি ম্যাচে ৭টা গোল হয়েছে, এটা অবশ্যই উত্তেজনাপূর্ণ ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরে আসাটা দলের মানসিক দৃঢ়তার বড় প্রমাণ। আমরা উন্নতির পথে আছি, যদিও আরও টেকনিক্যাল বিশ্লেষণ প্রয়োজন।”
তাবিথ আরও যোগ করেন, “এখন আমাদের অতীতের ভুলগুলো বিশ্লেষণ করে সামনে কীভাবে আরও ভালো করা যায়, সেটিই ভাবতে হবে।”
প্রসঙ্গত, বাংলাদেশ দল শিগগিরই হংকং সফরে যাচ্ছে প্রতিপক্ষের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে। এই ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে হামজারা। ফুটবলপ্রেমীরা আশাবাদী, এবার আর শেষ মুহূর্তের গোল তাদের কাঁদাবে না।
বিডি/এএন