বিশ্বকাপ বাছাইপর্বের আগে ইতালিতে ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভ

Published : ১৪:২৬, ১৫ অক্টোবর ২০২৫
ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনেতে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষ ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শান্তিপূর্ণ মিছিল শেষ হওয়ার পর এই সহিংসতা শুরু হয়।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফ্রিউলি স্টেডিয়ামে রাত ৯টায় ম্যাচ শুরুর আগে বিকেলে শহরের কেন্দ্রস্থলে মিছিলটি সমাপ্ত হয়। বিক্ষোভকারীরা ১৮ মিটার লম্বা ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং “ইসরায়েলকে লাল কার্ড দেখাও” লেখা বিশাল ব্যানার প্রদর্শন করেন।
তবে শান্তিপূর্ণ মিছিল আকস্মিকভাবে সহিংসতায় রূপ নেয়। কিছু বিক্ষোভকারী দাঙ্গা-প্রতিরোধী পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ এবং ভিড় নিয়ন্ত্রণের বাধা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
সংঘর্ষে ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআই টিভির একজন সাংবাদিক পাথরের আঘাতে আহত হন। আনসা সংবাদ সংস্থা জানিয়েছে, আরও একজন সাংবাদিক এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উদিনের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য।”
বিক্ষোভের আয়োজক কমিটি ফর প্যালেস্টাইন উদিন কর্তৃপক্ষকে ফিফার প্রতি আহ্বান জানায়, ইসরায়েলকে সমস্ত প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে, কারণ তারা ফিলিস্তিনি ভূখণ্ডে দখল নীতি সমর্থন করছে।
মাঠের খেলায় ইতালি ৩-০ গোলে ইসরায়েলকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে তাদের ছিটকে দেয়।
বিডি/এএন