সেনেগালের ১৮ বছর বয়সী প্রতিশ্রুতিশীল গোলরক্ষক শেখ তোরেকে ঘানায় অপহরণ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভুয়া বিদেশি স্কাউটদের প্রলোভনে পড়ে তিনি ঘানা যান। সেখানে অস্ত্রধারী প্রতারকরা তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে।
পরিবার নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ জোগাড় করতে না পারায় অপহরণকারীরা তরুণ ফুটবলারের জীবন কেড়ে নেয়। শেখ ‘এসপ্রি ফুট ইয়েমবেল’ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এবং এই প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হচ্ছিলেন।
ঘটনার পর সেনেগাল ও ঘানার যৌথ উদ্যোগে তদন্ত শুরু হয়েছে। শেখের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং সতর্ক করে বলেছে, বিদেশ সফর বা ক্লাব ট্রায়ালের ক্ষেত্রে সরকারি চ্যানেলের মাধ্যমে যাচাই-বাছাই করা উচিত, যাতে কোনো প্রলোভনে পড়ে তরুণ ক্রীড়াবিদরা বিপদে না পড়ে।
এ ঘটনায় ফুটবল মহল এবং সাধারণ জনগণ গভীর শোক প্রকাশ করেছে, এবং প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।