পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেলেন রোনালদো জুনিয়র

Published : ১৫:১৬, ২১ অক্টোবর ২০২৫
বাবার পথ অনুসরণ করে আন্তর্জাতিক ফুটবলে নিজের নাম খোদাই করতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে, ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র।
কিংবদন্তি রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে সম্ভাবনা আরও জোরদার করেছেন তিনি, কারণ পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। স্থানীয়ভাবে তিনি পরিচিত ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানিনহোকে ২২ জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অংশগ্রহণ করবেন।
এর আগে ক্রিস্টিয়ানিনহো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে তার অভিষেক হয়, যেখানে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ৩-২ গোলে জয় নিশ্চিত করার ম্যাচে তিনি দুইটি গোল করেন এবং সবাইকে মুগ্ধ করেন।
সেই টুর্নামেন্টে তিনি তার বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে লেফট উইঙ্গার হিসেবে মাঠে নামেন—যেই পজিশন থেকেই রোনালদো নিজের কিংবদন্তি ক্যারিয়ার শুরু করেছিলেন।
বর্তমানে ক্রিস্টিয়ানো জুনিয়র সৌদি ক্লাব আল নাসর-এর যুব দলে খেলছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন।
ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, ক্রিস্টিয়ানো জুনিয়রও একদিন তার বাবার মতো জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল হবেন এবং আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়বেন।
বিডি/এএন