সাকিব-মাশরাফিকে ছাড়িয়ে গেলেন রিশাদ

সাকিব-মাশরাফিকে ছাড়িয়ে গেলেন রিশাদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৩, ২১ অক্টোবর ২০২৫

মিরপুরের স্পিনবান্ধব উইকেটে রান তুলতে বেশ কষ্ট পেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। সৌম্য সরকার থেকে শুরু করে মেহেদি হাসান মিরাজ—কেউই ইনিংস বড় করতে পারেননি।

একসময় মনে হচ্ছিল দল দুইশ রানের গণ্ডিতেও পৌঁছাতে পারবে না। কিন্তু শেষদিকে ব্যাট হাতে নেমে পরিস্থিতি পুরোই পাল্টে দেন রিশাদ হোসেন।

নয় নম্বরে নেমে মাত্র ১৪ বলেই ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই তরুণ অলরাউন্ডার। সমান তিনটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৭৮—যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড।

দেশের হয়ে অন্তত ১০ বল খেলা কোনো ইনিংসে এত উচ্চ স্ট্রাইক রেট আগে দেখা যায়নি। এতদিন এই রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি করেছিলেন ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে ৪৪ রান, আর ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একই হারে রান তুলেছিলেন সাকিবও।

আজ বাংলাদেশের ইনিংসের ৪৬তম ওভারে যখন নুরুল হাসান সোহান আউট হন, তখন দলের সংগ্রহ ছিল মাত্র ১৬৩। সেখান থেকে দুইশ রানের মাইলফলক অতিক্রম অনেক কঠিনই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা ঘুরে যায়। তার আগ্রাসী ইনিংসের সঙ্গে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, যিনি অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রান করে।

শেষের এই ঝড়েই বাংলাদেশের ইনিংস পায় গতি, আর রিশাদ হোসেন নিজের নাম তুলে নেন দেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ও সবচেয়ে আক্রমণাত্মক ইনিংস খেলা ব্যাটারদের তালিকায়।

      

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement