ইউরোপের ফুটবল বিশ্বে ২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজন নির্ধারণ করেছে উয়েফা। তারা জানিয়েছে, এই মর্যাদাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখে, বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
শুক্রবার (৩১ অক্টোবর) উয়েফার প্রকাশিত তালিকায় ২০২৮ সালের একমাত্র আয়োজক হিসেবে আলিয়াঞ্জ অ্যারেনার নাম ঘোষণা করা হয়।
মিউনিখ ইতোমধ্যেই ২০২৪-২৫ মৌসুমে ফাইনাল আয়োজনের অভিজ্ঞতা অর্জন করেছে। আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত অবকাঠামো ও দর্শক সেবার উচ্চমানের কারণে আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে তারা।
এদিকে, ২০২৯ সালের ফাইনালের আয়োজক নির্ধারণে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম ও স্পেনের বার্সেলোনার সংস্কারাধীন ক্যাম্প ন্যু। আগামী সেপ্টেম্বর মাসে উয়েফা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
সংস্কার শেষ হলে ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক, যা এটিকে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়ামে রূপান্তরিত করবে। যদিও বর্তমানে সেখানে কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না, তবে আগামী শুক্রবার সমর্থকদের জন্য নতুন রূপে সাজানো স্টেডিয়ামে উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে বার্সেলোনা ক্লাব।
এর আগে ২০২৭ সালের ফাইনালের জন্য ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম। উয়েফার তালিকা অনুযায়ী, ২০৩০ সালের আগে নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন হবে না। উল্লেখ্য, শেষবার ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে বার্সেলোনায়

































