রোববার অনুষ্ঠিত হবে বিপিএলের মেগা নিলাম, যা জানা দরকার

রোববার অনুষ্ঠিত হবে বিপিএলের মেগা নিলাম, যা জানা দরকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৭, ৩০ নভেম্বর ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে সামনে রেখে দীর্ঘ এক যুগ পর আবারও ফিরছে খেলোয়াড় নিলাম ব্যবস্থা।

গত কয়েক বছর ধরে শুধু ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার সংগ্রহ করা হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ও প্রস্তাবের ভিত্তিতে এবারের আসরে পুনরায় চালু করা হয়েছে নিলাম।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম, যেখানে নিলাম পরিচালনা করবেন ওরমান রাফে নিজাম।

এই আসরের জন্য মোট ১৪৭ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। অন্যদিকে বিদেশিদের ক্ষেত্রে ৫০০ জনেরও বেশি আবেদন করলেও যাচাই-বাছাই শেষে ২৬০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুইজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ পেয়েছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস—এই ছয়টি দলই সেই সুযোগ কাজে লাগিয়েছে। পাশাপাশি অনেক দল অন্তত একজন বা সর্বোচ্চ দুজন বিদেশির সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়রা:

ঢাকা ক্যাপিটালস: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, ওয়েইন ম্যাডসেন

নোয়াখালী এক্সপ্রেস: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, কুশল মেন্ডিস

সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আয়ুব

রাজশাহী ওয়ারিয়র্স: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান

চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদী, তানভির ইসলাম, আবরার আহমেদ

দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি ও ভিত্তিমূল্য:

‘এ’ ক্যাটাগরি: ৫০ লাখ টাকা

‘বি’: ৩৫ লাখ

‘সি’: ২৫ লাখ

‘ডি’: ১৮ লাখ

‘ই’: ১৪ লাখ

‘এফ’: ১১ লাখ

বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য:

‘এ’: ৫০ হাজার ডলার

‘বি’: ২৫ হাজার

‘সি’: ২০ হাজার

‘ডি’: ১৫ হাজার

‘ই’: ১০ হাজার

নিলামে দাম বাড়ার নিয়ম:
দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী প্রতি ডাকে মূল্য বৃদ্ধি:

‘এ’: ৫ লাখ

‘বি’: ৩ লাখ

‘সি’: ১ লাখ

‘ডি’: ৫০ হাজার

‘ই’: ৩০ হাজার

‘এফ’: ২০ হাজার

বিদেশিদের ক্ষেত্রে প্রতিটি ক্যাটাগরিতে বাড়বে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার, ১,৫০০ এবং ১,০০০ ডলার।

খেলোয়াড় কেনার নিয়ম:

ন্যূনতম ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় কিনতে পারবে প্রতিটি দল।

‘এ’ ও ‘বি’ মিলিয়ে অন্তত ২ জন, ‘সি’ ও ‘ডি’ মিলিয়ে অন্তত ৬ জন এবং ‘ই’-‘এফ’ মিলে ৪ জন নিতে হবে।

সর্বোচ্চ ১৬ জন দেশি খেলোয়াড়ের সুযোগ থাকবে।

প্রতিটি স্কোয়াডে থাকবে ২২ সদস্য।

দলগুলোর বাজেট:
১২ জন দেশি খেলোয়াড় কিনতে সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি দল। সরাসরি চুক্তিবদ্ধদের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত হবে না। বিদেশি খেলোয়াড়দের জন্য সরাসরি সাইনিং ও নিলাম মিলিয়ে দলগুলো ব্যয় করতে পারবে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ মার্কিন ডলার।

পারিশ্রমিক পরিশোধ:
ফ্র্যাঞ্চাইজিকে তিন ধাপে টাকা পরিশোধ করতে হবে—
১) প্রথমে ২৫% সাইনিং মানি
২) গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরও ৫০%
৩) টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে বাকি ২৫%

এভাবেই বিপিএলের নতুন আসরের নিলামকে কেন্দ্র করে ক্রিকেটবিশ্বে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, যা কয়েক মৌসুম পর ফের উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement