টাইগাররা দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরাল
Published : ২২:৩৭, ২৯ নভেম্বর ২০২৫
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের শঙ্কায় থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। রোববার আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে টাইগাররা সিরিজে সমতা আনে।
আইরিশরা আগে ব্যাট করে ১৭১ রান করে, তবে জবাবে বাংলাদেশ মাত্র ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। শুরুতে ২৬ রানে প্রথম উইকেট হারালেও লিটন কুমার দাস ও পারভেজ ইমনের ব্যাটিং জুটি (৪৩ বলে ৬০ রান) দলের মেজাজ ধরে রাখে।
ইমন ৪৩ রানে আউট হলেও লিটন ৩৪ বলে ৫৭ রান করে ফিফটি পূর্ণ করেন। সাইফউদ্দিন শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৭ রান করে দলকে জয় এনে দেন। শেখ মাহেদীও ৮ রানে অবদান রাখেন।
আইরিশদের জন্য পল স্ট্রালিং ও টিম টেক্টরই ভালো শুরু দেন, তবে শেষ পর্যন্ত লরকান ট্যাকার ও জর্জ ডকরেল দলের সংগ্রহ পূর্ণ করেন। তানজিদ তামিম ও তানজিদ তামিমের দুর্দান্ত ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ উইকেটও আসে।
বাংলাদেশ এই জয় দিয়ে সিরিজে সমতা আনে এবং শেষ ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয়।
বিডি/এএন

































