৯ ডিসেম্বর ব্রাজিল ফ্যানদেড় জন্য কেন কালো রাত
Published : ১৯:২৩, ৯ ডিসেম্বর ২০২৫
জীবনে কিছু রাত থাকে যা ভোলার নয়, ব্রাজিল সমর্থকদের জন্য ৯ ডিসেম্বর ২০২২ ঠিক তেমনই এক কষ্টের রাত। সেদিন বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্ব-কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া।
শুরু থেকেই দাপট দেখালেও ব্রাজিলকে থামিয়ে রেখেছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। নেইমার ও তার সতীর্থদের একের পর এক আক্রমণ তিনি অবলীলায় প্রতিহত করেন।
নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে নেইমারের চোখ ধাঁধানো গোল ব্রাজিলকে এগিয়ে দেয় এবং ম্যাচের সব আলো কেড়ে নেয়। কিন্তু নেইমারের ফুটবল বঞ্চনার গল্প সেদিনও বদলায়নি।
৭২ মিনিটে বদলি হিসেবে নামা ব্রুনো পেটকোভিচ ১১৭ মিনিটে মিসলাভ ওরসিচের অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।
ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ প্রথম শটেই দলকে এগিয়ে নেন। ব্রাজিলের হয়ে রদ্রিগো প্রথম শটটি মিস করে দলকে বড় ধাক্কায় ফেলেন। অন্যদিকে ব্রাজিলের গোলরক্ষক আলিসন কোনো শটই ঠেকাতে পারেননি। ক্যাসেমিরো ও পেড্রো গোল করলেও মারকুইনিয়সের শট পোস্টে লেগে বেরিয়ে এলে শেষ হয়ে যায় ব্রাজিলের স্বপ্নযাত্রা। নেইমারের অশ্রু ভেজা মুখ আজও কোটি ভক্তের স্মৃতিতে অম্লান।
এদিকে সময় গড়াতে গড়াতে তিন বছর পার। সামনে ২০২৬ বিশ্বকাপ। এবার গ্রুপ-সি তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তি, যাকে ব্রাজিল সমর্থকরা ডাকছেন ‘ডন কার্লো’ নামে।
বিশ্বকাপে সম্ভবত শেষবারের মতো দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে নেইমারকে। এবার তিনি কতটা রাঙাতে পারেন জীবনের শেষ মঞ্চ-তা দেখতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব।
বিডি/এএন



































