ফুটবলের মহাযজ্ঞের ট্রফি এখন ঢাকায়

ফুটবলের মহাযজ্ঞের ট্রফি এখন ঢাকায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৮, ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় এসে পৌঁছেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত এই ট্রফি ট্যুরের যাত্রা শুরু হয় গত ৩ জানুয়ারি।

সফরের প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। সেখান থেকে আরও কয়েকটি দেশ ঘুরে অবশেষে বাংলাদেশে এসেছে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার এই প্রতীক।

এর আগে তিনবার—২০০২, ২০১৩ ও ২০২২ সালে—ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল। চলমান সফরে এটি চতুর্থবারের মতো বাংলাদেশ সফরে এলো, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ ও আগ্রহ তৈরি করেছে।

এবারের ট্রফি প্রদর্শন আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

ট্রফি ঢাকায় পৌঁছানোর পর প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আনুষ্ঠানিক ট্রফি-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে দুপুরে ট্রফিটি স্থানান্তর করা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে, যেখানে সন্ধ্যা পর্যন্ত এটি প্রদর্শিত হবে। নির্ধারিত সময় শেষে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ ত্যাগ করবে।

উল্লেখ্য, প্রায় ১৫০ দিনের দীর্ঘ বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ট্রফিটি মোট ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। এই আন্তর্জাতিক সফরের শেষ গন্তব্য হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। আগামী ১২ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement