৭৬ পুলিশ কর্মকর্তার বদলি: জনস্বার্থে তাৎক্ষণিক কার্যকর আদেশ
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বুধবার, ৬ আগস্ট ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।