যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর বিনিময়ে নীতিগত ছাড় দিচ্ছে
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানিকৃত কিছু পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে। তবে এই শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে নানা খাতে গুরুত্বপূর্ণ ছাড় দিতে হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ছাড়ের আওতায় দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যার সম্ভাব্য নাম হতে পারে ‘যুক্তরাষ্ট্র–বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি’।