যুক্তরাষ্ট্রের মন্টানায় অবতরণের সময় ছোট বিমান বিধ্বস্ত, পার্কিংয়ে থাকা বিমানে ধাক্কায় বড় ক্ষতি

যুক্তরাষ্ট্রের মন্টানায় অবতরণের সময় ছোট বিমান বিধ্বস্ত, পার্কিংয়ে থাকা বিমানে ধাক্কায় বড় ক্ষতি

The Business Daily

Published : ১৫:০৯, ১২ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের মন্টানায় কালিস্পেল সিটি বিমানবন্দরে একটি চার যাত্রীবাহী এক ইঞ্জিনের ছোট বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। ঘটনাটি বড় ধরনের কোনো প্রাণহানি ছাড়াই ঘটলেও পার্কিংয়ে রাখা বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় পুলিশ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

মন্টানার কালিস্পেল সিটি বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে একটি চার যাত্রীবাহী এক ইঞ্জিনের ছোট বিমান অবতরণের চেষ্টা করছিল। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি পার্কিং এলাকায় রাখা বিমানের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। তবে এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হননি এবং কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

কালিস্পেল পুলিশের প্রধান জর্ডান ভেনেজিও জানান, ধাক্কায় পার্ক করা বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিমানের অংশবিশেষ এবং বাহ্যিক ক্ষতির কারণে তাদের নিরাপদে ব্যবহার অযোগ্য করে তুলেছে। তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যৌথভাবে কাজ করছে।

এফএএ জানিয়েছে, তারা দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য বিমানটির অবতরণ পদ্ধতি, পাইলটের সিদ্ধান্ত এবং বিমানবন্দরের অবকাঠামো পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কোনো দিক থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট বিমান পরিচালনার ক্ষেত্রে পাইলটের সতর্কতা এবং বিমানবন্দরের সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। দুর্ঘটনার এই ঘটনা বিমানবন্দর ও বিমান চলাচল ব্যবস্থাপনায় উন্নতির জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

A

শেয়ার করুনঃ
Advertisement