মালয়েশিয়া শ্রমবাজারে সুযোগ, আশায় হাজার হাজার শ্রমিক

Published : ১১:১৪, ১২ আগস্ট ২০২৫
বিদেশে কর্মসংস্থান খুঁজে জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়ে প্রতিদিনই শত শত শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে দেশটিতে কর্মী পাঠানো হলেও কোভিড-১৯ মহামারি ও চুক্তিগত সীমাবদ্ধতার কারণে গত কয়েক বছরে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছিল।
সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে জনশক্তির চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাণ, কৃষি, উৎপাদন ও সেবা খাতে শ্রমিক নিয়োগের প্রবণতা বেড়েছে। তবে বাংলাদেশি কর্মীদের জন্য কোটা সীমা, মেডিকেল পরীক্ষা, ভিসা অনুমোদন, এবং রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে বিলম্বের কারণে হাজার হাজার শ্রমিক এখনো দেশে অপেক্ষায় আছেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলেও অনেকের পাসপোর্ট ভেরিফিকেশন ও ভিসা ইস্যুর ধাপ সম্পন্ন হয়নি। অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করছেন, অতিরিক্ত খরচ, কাগজপত্র যাচাইয়ে ধীরগতি, এবং দালাল চক্রের কারণে তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে।
শ্রমবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো প্রক্রিয়া সম্পন্ন না হলে মালয়েশিয়ার চাহিদা কমে যেতে পারে এবং অন্য দেশগুলো সেই সুযোগ নিতে পারে। ফলে সরকারের দ্রুত উদ্যোগ, স্বচ্ছতা বৃদ্ধি এবং দালালমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
বর্তমানে সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় ৮ লাখ। নতুন করে আরও কয়েক লাখ শ্রমিকের চাহিদা থাকলেও সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা এখন বড় চ্যালেঞ্জ।
BD/AN