অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে খুচরা ও পাইকারি—সব পর্যায়েই সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁগুলো কোনোভাবে বিকল্প জ্বালানি ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে নিলেও, অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ফলে নিত্যদিনের রান্নাবান্না নিয়ে একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন মানুষ।
সকালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, নিয়মিত যেসব দোকান থেকে ভোক্তারা গ্যাস সিলিন্ডার কিনতেন, সেখানে এখন খালি তাক। দোকানিরা জানিয়েছেন, ডিস্ট্রিবিউটররা সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়ায় তাদের হাতে বিক্রির মতো কোনো গ্যাস নেই। বাধ্য হয়ে ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে, এতে দোকানিরাও বিব্রত অবস্থায় পড়েছেন।
এ পরিস্থিতির মধ্যে আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে এলপিজি ব্যবসায়ী সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি ও জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। এ দাবির অংশ হিসেবে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি, যেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত ১৩০৭ টাকার দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল। মূল্যবৃদ্ধির এই চাপের মধ্যেই হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।



































