রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে চলমান শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে অফিসার সমিতি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন এবং কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একই দিন সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এর আগে গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সমিতির উত্থাপিত বিভিন্ন দাবিদাওয়ার দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
এই আশ্বাসের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে অফিসার সমিতি অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি হাতে নেবে।