ডাকসু নির্বাচনে ব্যালট পেপার অভিযোগ খারিজ, প্রশাসন তৎপর

Published : ১৬:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত অভিযোগে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের দুই সপ্তাহ পর এসে যেসব অভিযোগ উঠেছে, তার কোনো বৈধ ভিত্তি নেই। তারপরও প্রশাসন অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই করছে।
প্রার্থীদের সুনির্দিষ্ট ও প্রক্রিয়াগত দাবিগুলো বিবেচনা করে আইনগত পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ব্যালট পেপার মুদ্রণ অভিযোগ অস্বীকার:
এক প্রার্থীর অভিযোগ ছিল, ব্যালট পেপার অনিরাপদ স্থানে বা নীলক্ষেত্রের মতো পরিবেশে মুদ্রিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রিন্টিং কাজ সম্পূর্ণ প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি ব্যালট পেপার প্রিন্ট করে ওএমআর মেশিনে প্রি-স্ক্যানিং করেছিল এবং সিলগালা অবস্থায় সরবরাহ করেছিল। নির্বাচন কমিশনের তত্ত্বাবধান ও প্রতিটি ধাপে পর্যবেক্ষক নিয়মিত উপস্থিত ছিলেন।
সিসিটিভি ফুটেজ সংক্রান্ত ব্যাখ্যা:
নির্বাচনের সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত রয়েছে। এটি পাবলিক ডকুমেন্ট নয়। যারা ফুটেজ দেখতে চেয়েছেন, তারা নির্দিষ্ট সময় বা ঘটনা উল্লেখ করেননি। তবে প্রার্থীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিশেষজ্ঞ ও মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে নির্ধারিত স্থানে ফুটেজ পর্যালোচনা করতে পারবেন।
ভোটার তালিকা প্রদানে ‘না’:
ভোটার তালিকা প্রদানের দাবিকে প্রশাসন গোপনীয় ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। ডাকসু নির্বাচনী বিধিতে এর কোনো বিধান নেই। এছাড়া আবেদনপত্রে তালিকার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য স্পষ্ট করা হয়নি। শিক্ষার্থীদের গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে এটি দেওয়া সম্ভব হয়নি।
পরবর্তী পদক্ষেপ:
প্রতিটি অভিযোগ এবং আবেদনপত্র যাচাই শেষে পৃথকভাবে প্রার্থীদের সিদ্ধান্ত জানানো হবে। জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের দুই সপ্তাহ পর উঠা অনেক অভিযোগই ভিত্তিহীন। তবে প্রার্থীদের সুনির্দিষ্ট ও প্রক্রিয়াগত দাবিগুলো আইনগত মতামলের ভিত্তিতে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
BD/AN