৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন, সব ভোটকেন্দ্রে সম্পন্ন প্রস্তুতি

Published : ১০:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে দুপুর ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ৩২ একর ক্যাম্পাসজুড়ে ১৯টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসন ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে। শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীরা নানা অভিনব কৌশলে প্রচারণা চালান—গান গেয়ে, ভিন্নধর্মী প্রচারপত্র বিলি করে এবং সরাসরি বিভাগভিত্তিক সংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ফলে নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর ২৬ থেকে ২৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় প্রাথমিক তালিকা। পরবর্তীতে আপিল ও শুনানি শেষে ১৪ সেপ্টেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনের আগে প্রার্থীদের ডোপ টেস্টও সম্পন্ন হয়েছে, যেখানে পজিটিভ রিপোর্ট এলে প্রার্থিতা বাতিল করা হবে।
ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র্যাব, আনসার ও এনএসআইয়ের মোট ৩৫০ সদস্য মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, পাশাপাশি কুইক রেসপন্স টিমও গঠন করা হবে। ভোটকেন্দ্রগুলোতে থাকবে সিসি ক্যামেরা, আর শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা বড় পর্দায় সরাসরি ভোট পর্যবেক্ষণ করতে পারবেন।
নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন বলেন, “তফসিলে ঘোষিত ১৩টি ধাপের মধ্যে ১১টি ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ বাকি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, “দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু রয়েছে। এবারের সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জাতীয় নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটের মাধ্যমে তৃতীয় সংসদ গঠিত হলেও প্রশাসনিক জটিলতায় সেটি পুরো মেয়াদ কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ পাঁচ বছরের স্থবিরতার পর চতুর্থবারের মতো আবারও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
BD/AN