যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ৬৮০ কোটি ডলার ঢালছে গুগল

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ৬৮০ কোটি ডলার ঢালছে গুগল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। প্রায় ৬৮০ কোটি মার্কিন ডলার ব্যয়ের এ পরিকল্পনা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়িত হবে। মূলত অবকাঠামো নির্মাণ ও বৈজ্ঞানিক গবেষণা খাতে এ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যালফাবেটের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি একসঙ্গে কাজ করে, তবে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সামাজিক সেবা ও বৈজ্ঞানিক উন্নয়নেও বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুক্তরাজ্যে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও কাজের অসাধারণ সম্ভাবনা রয়েছে। ঝুঁকি থাকলেও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তা মোকাবিলা সম্ভব।”

এই বিনিয়োগের ফলে ব্রিটিশ ব্যবসায় নতুন কর্মসংস্থান তৈরি হবে। ধারণা করা হচ্ছে, বছরে অন্তত ৮ হাজার ২৫০ জনের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি লন্ডনের কাছেই চালু হতে যাচ্ছে একটি অত্যাধুনিক ডাটা সেন্টার। গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস ও ওয়ার্কস্পেসের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে ব্রিটিশ অর্থমন্ত্রী রিভস বলেছেন, অ্যালফাবেটের এ বিশাল বিনিয়োগ শুধু দেশটির অর্থনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ নয়, বরং যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারত্বকে আরও মজবুত করে তুলবে।

প্রসঙ্গত, সম্প্রতি ৩ লাখ কোটি ডলারের বেশি বাজারমূল্যে পৌঁছেছে অ্যালফাবেট। এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপলের পর বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক অর্জন করেছে গুগলের মূল প্রতিষ্ঠান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আদালত কোম্পানিটিকে ভেঙে না ফেলার রায় দেওয়ার পর শেয়ারমূল্যে ব্যাপক উত্থান ঘটে।

বিশ্লেষকরা মনে করছেন, অ্যালফাবেটের এই বিনিয়োগ শুধু যুক্তরাজ্যের প্রযুক্তি খাতেই নয়, বরং দুই পশ্চিমা মিত্রের দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও গভীর করবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement