ফেসবুকে কনটেন্ট সুরক্ষা নিয়ে এসেছে ‘বড় ধরনের আপডেট

Published : ১৪:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে আসছে বড় পরিবর্তন। এখন থেকে অন্য কারো ছবি, পোস্ট, ভিডিও কিংবা স্টোরি বিনা অনুমতিতে কপি করলেই পড়তে হবে কপিরাইট রিপোর্টের মুখে।
সম্প্রতি ফেসবুকের মূল কোম্পানি মেটা ঘোষণা দিয়েছে, তারা নতুন এক টুল চালু করছে যার নাম ‘মেটা কন্টেন্ট প্রটেকশন’। এই আধুনিক টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের যেকোনো কনটেন্ট কপি হলে তা সহজেই ট্র্যাক করতে পারবেন, চাইলে সঙ্গে সঙ্গে সরাসরি রিমুভও করাতে পারবেন।
তবে আপাতত এই সুবিধা সব একাউন্ট বা পেজে একসঙ্গে চালু হয়নি। ধাপে ধাপে এটি সক্রিয় করা হচ্ছে। রাইট ম্যানেজারের মতো এখানে আলাদা করে কোনো আবেদন বা অনুমোদনের দরকার হবে না; ফেসবুক নিজেই স্বয়ংক্রিয়ভাবে এই ফিচার সক্রিয় করে দেবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন আপডেট কার্যকর হলে ফেসবুকে মৌলিক কনটেন্টের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পাশাপাশি অনলাইনে কনটেন্ট চুরি বা কপি করার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
BD/AN